Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ সেপ্টেম্বর ২০২৪

পরিচালক (অতিরিক্ত সচিব)

মো: আরিফ
পরিচালক (অতিরিক্ত সচিব)
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

 

জনাব মোঃ আরিফ ১৯৬৬ সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে ত্রয়োদশ বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। মাঠ প্রশাসনে তিনি সহকারী কমিশনার (ভূমি), প্রধান নির্বাহী কর্মকর্তা (কুমিল্লা ও সাভার পৌরসভা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, আশ্রয়ন প্রকল্পে সহকারী পরিচালক, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব ইত্যাদি পদে দায়িত্ব পালন করেছেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (NILG) তিনি উপপরিচালক ও যুগ্ম পরিচালক হিসাবে দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি আই এম ইডি-তে পরিচালক হিসাবে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সদস্য পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২১-১১-২০২১ তারিখ থেকে তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কেন্দ্র ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।